September 8, 2024, 7:15 am

সিরাজগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের গোলচত্তর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৩ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আব্দুল কাদেরকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা। সে কুমিল্লা সদর উপজেলার ভাটেরা জঙ্গলপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

র‌্যাব-১২’র মেজর অর্ডন্যান্স মোহাম্মদ আনিসুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে উল্লেখিত স্থানে অভিযান চালানো হয়।

এ সময় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ২২ কেজি ৯০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD