September 8, 2024, 7:15 am
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের গোলচত্তর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৩ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আব্দুল কাদেরকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব-১২ সদস্যরা। সে কুমিল্লা সদর উপজেলার ভাটেরা জঙ্গলপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে।
র্যাব-১২’র মেজর অর্ডন্যান্স মোহাম্মদ আনিসুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে উল্লেখিত স্থানে অভিযান চালানো হয়।
এ সময় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ২২ কেজি ৯০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।