September 20, 2024, 5:48 pm
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার গাবতলীতে নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য ওয়ালি উল্লাহ অলি (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ। এর আগে ভোরে উপজেলার গোলাবাড়ী বন্দর এলাকার একটই ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত অলি গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের কর্ণিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি জেএমবির শীর্ষ নেতা মৃত সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইয়ের ভাতিজা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ নিষিদ্ধ সংগঠন জেএমবি’র সক্রিয় সদস্য ওয়ালি উল্লাহ অলিকে আটক করা হয়েছে। এ সময় তার নিকট থেকে ২৩টি নিষিদ্ধ ঘোষিত জিহাদী বই উদ্ধার করা হয়েছে।
গাবতলী থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন জেএমবি’র এক সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তার নিকট থেকে বেশ কিছু জিহাদী বই উদ্ধার করা হয়।