September 7, 2024, 1:34 pm
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ছয়জন আহত হয়েছেন।
শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পসে এ ঘটনা ঘটে। গত রোববার থেকে ক্যাম্পাসে এই দুগ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। গুরুতর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহপরাণ থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানিয়েছেন, ঘটনার পর ক্যাম্পাসে পুলিশ সতর্কাবস্থায় রয়েছে।
জানা গেছে, সিকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. এমদাদুল হোসাইন জানান, দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ ছাত্রলীগের কর্মিসভা ছিল। এতে বাধা দেয় ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপ। এ সময় দুই পক্ষের সংঘর্ষ বাধে। ক্যাম্পাসের পাঁচটি আবাসিক হলে থেকে দুপক্ষ ইটপাটকেল নিক্ষেপ করেন। আহত হন উভয়পক্ষের অন্তত ৬ জন।