March 29, 2024, 2:33 pm

ঠাকুরগাঁও-৩ আসনে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) সংসদ শূন্য আসনে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার সকাল থেকে বৈকাল ৪টা পর্যন্ত পীরগঞ্জ সহকারী রির্টানিং অফিসারের কার্যালয়ে ৩ জন ও জেলা রির্টানিং অফিসারের কার্যালয়ে ২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল দিয়েছেন। পীরগঞ্জ সহকারী রির্টানিং অফিসার কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল প্রার্থীরা হলেন, জাতীয় পার্টির হাফিজ উদ্দীন আহম্মেদ, ওয়ার্কার্স পার্টির অধ্যাপক ইয়াসিন আলী, বিএনএফ পার্টির সিরাজুল ইসলাম এবং জেলা রির্টানিং অফিসার কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল প্রার্থীরা হলেন জাকের পার্টির ইমদাদুল হক ও স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক গোপাল চন্দ্র রায়। তথ্য বিবরণীতে জানা যায় ১০ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় জনসভায় ৭ জন সংসদ সদস্য পদত্যাগের ঘোষণা দিয়ে ১১ ডিসেম্বর স্পিকারের কাছে পদত্যাগ পত্র জমা দেন। এর ফলে নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক এসব শূন্য আসন ঘোষণা দিয়ে উপ-নির্বাচনের ঘোষণায় প্রজ্ঞাপন জারি করেন। এর ফলে ৫ জানুয়ারী মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ, ৮ জানুয়ারী বাছাই, ১৫ জানুয়ারী প্রত্যাহার ও ১ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD