June 4, 2023, 6:31 am
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় আলাদাভাবে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে একাংশের নেতাকর্মীরা। বুধবার (৪ জানুয়ারি) দুপুর সাড়ে ৩ টার দিকে দলীয় কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।
পরে শহরের সাতমাথা মুজিব মঞ্চ থেকে শুরু করে র্যালি বগুড়া শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বগুড়া সদর উপজেলা ছাত্রলীগের অব্যাহতি পাওয়া সভাপতি ওবাইদুল্লাহ সরকার স্বপনের সভাপতিত্ব করেন। এতে সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাব্বী স্বাধীন সঞ্চালনা করেন।
এ সময় বগুড়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সিদ্ধার্থ কুমার দাস, নূর মোহাম্মদ সাগর ও সাংগঠনিক সম্পাদক আল ইমরানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।