June 3, 2023, 3:45 pm
ষ্টাফ রিপোর্টারঃ নানা আয়োজনে বগুড়ায় ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করাহয়। প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। পরে সাতমাথা মুজিব মঞ্চে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজিব সাহার সভাপতিত্বে ছাত্র সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধরন সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ম সম্পাদক আসাদুর রহমান দুলু সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু সুফিয়ান শফিক, সাবেক ছাত্রনেতা শাহাদৎ আলম ঝুনু, জাকির হোসেন নবাব, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল রাজী জুয়েল, নাইমুর রজ্জাক তিতাস, অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় । এর আগে ছাত্র সমাবেশে উপজেলার বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল এসে জড়ো হয়।
সমাবেশ শেষে বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুজিব মঞ্চে এস শেষ হয়।