September 20, 2024, 6:19 am
রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী জেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া ১০ কেজি ওজনের একটি রুই মাছ সাড়ে ১৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ পথের পদ্মা নদীর হরিরামপুর এলাকায় জেলে মাধব হালদারের জালে রুই মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মো. শাজাহান মিয়া রুই মাছটি প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে মোট ১৫ হাজার টাকায় কিনে নেন।
মাছ ব্যবসায়ী মো. শাজাহান মিয়া সাংবাদিকদের জানান, মঙ্গলবার বিকেলে রাজধানী ঢাকার এক ক্রেতার কাছে প্রতি কেজি ১ হাজার ৫৫০ টাকা কেজি দরে মোট ১৫ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করেছি।
গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস কর্মকর্তা মো. রেজাউল শরিফ জানান, পদ্মা নদীর পানি কমে যাওয়ায় এখন মাঝে মধ্যেই পদ্মা নদীতে এমন বড় বড় রুই, কাতল, পাঙ্গাস, বাগাড়, বোয়াল, চিতল মাছসহ অনেক মাছ ধরা পড়ছে।