September 20, 2024, 5:55 pm
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় শীতার্ত ছিন্নমূল মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বগুড়া রেলওয়ে স্টেশনে ৩০০ মানুষকে কম্বল দেওয়া হয়।
এ সময় ডিসি মোঃ সাইফুল ইসলাম বলেন, কয়েকদিনে শীতের তীব্রতা বেড়েছে। এতে ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষেরা বিপাকে পড়েছেন৷ তাই জেলা প্রশাসনের উদ্যোগে তাদের পাশে দাঁড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, বগুড়ার ১২ উপজেলাতে ৫০০ প্রাথমিকভাবে ৫০০ কম্বল বিতরণ করা হবে৷ শীতের তীব্রতা বৃদ্ধি পেলে নির্দিষ্ট শ্রেণীর মানুষদের মাঝে আরও শীতবস্ত্র দেওয়া হবে।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক (উপসচিব) মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক (প্রশাসন) দীনেশ সরকার, জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়াসহ প্রমুখ।