May 30, 2023, 3:53 am

সোনাতলায় ভ্যান শ্রমিকদের ট্রাফিক আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলা প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় ট্রাফিক আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নির্দলীয় ভ্যান শ্রমিক ঐক্য সংগঠনের উদ্যোগে শুক্রবার সকালে সোনাতলা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মশালায় এলাকার শতাধিক ভ্যানচালক অংশগ্রহণ করেন।

কর্মশালা পরিচালনা করেন সোনাতলা থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুস সালাম। কর্মশালা শেষে সোনাতলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন বেলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনাতলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন, বগুড়া বার্তা ও প্রয়াস সম্পাদক প্রভাষক ইকবাল কবির লেমন, পৌর কাউন্সিলর তরিকুল ইসলাম, নির্দলীয় ভ্যান শ্রমিক ঐক্য’র উপদেষ্টা এম এম মেহেরুল, সভাপতি হারুনুর রশিদ ও সদর ইউপি সদস্য মুকুল হোসেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD