June 3, 2023, 3:41 pm

ইয়েমেনের গৃহযুদ্ধে নিহত ও পঙ্গু হয়েছে অন্তত ১১ হাজার শিশু: ইউনিসেফ

যমুনা নিউজ বিডিঃ ইয়েমেনে আট বছর আগে গৃহযুদ্ধ শুরু হয়। এরপর থেকে ভয়াবহ মানবিক সংকটে রয়েছে সেখানকার শিশুরা। গৃহযুদ্ধে দেশটিতে এ পর্যন্ত ১১ হাজারেরও বেশি শিশু নিহত কিংবা পঙ্গু হয়েছে। হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। খবর এএফপির।

আজ সোমবার সংস্থাটির নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, হাজারো শিশু প্রাণ হারিয়েছে, প্রতিরোধযোগ্য রোগ ও অনাহারে আরও হাজার হাজার শিশু মৃত্যুঝুঁকিতে রয়েছে। প্রায় ২২ লাখ ইয়েমেনি শিশু মারাত্মক পুষ্টিহীনতায় ভুগছে। তাদের চার ভাগের এক ভাগের বয়স পাঁচ বছরের নিচে। বেশির ভাগই কলেরা, হাম ও টিকায় প্রতিরোধযোগ্য অন্যান্য রোগের চরম ঝুঁকিতে রয়েছে।

যুদ্ধ কিংবা এর কারণে পরোক্ষভাবে অনিরাপদ পানি পান, রোগের প্রাদুর্ভাব, ক্ষুধা ও অন্যান্য প্রভাবে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। ইউনিসেফের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০১৫ সালের মার্চ থেকে ২০২২ সালের সেপ্টেম্বর নাগাদ ৩ হাজার ৭৭৪ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জাতিসংঘের মধ্যস্থতায় ২ অক্টোবর নাগাদ যুদ্ধবিরতি কার্যকর ছিল। কিন্তু এরপর বিবদমান পক্ষগুলো এর মেয়াদ আর বাড়াতে পারেনি। যুদ্ধবিরতির সময় শেষ হওয়ার পর থেকে ৬২ শিশু হতাহত হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। ইয়েমেনের এই মানবিক সংকট সামাল দিতে ৪ কোটি ৪৪ লাখ ডলার অর্থ সহায়তা চেয়েছে ইউনিসেফ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD