September 8, 2024, 7:26 am
যমুনা নিউজ বিডিঃ ২০২২ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মোকাবিলা করবে আর্জেন্টিনা। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাত ১টায় লুইসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে তারা। এর আগে দারুণ সুখবর পেল আলবিসেলেস্তেরা।
ইনজুরি কাটিয়ে উঠেছেন দলের দুই তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া ও রদ্রিগো ডি পল। ক্রোয়াটদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকেই খেলবেন তারা। বার্তা সংস্থা শিনহুয়া, চীনের সরকারি ওয়েবসাইটের প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠ থেকে তুলে নেয়া হয় ডি পলকে। সেসময় হ্যামস্ট্রিং সমস্যায় ভুগছিলেন তিনি।
একই সঙ্গে ডান পায়ের উরুতে ব্যথা অনুভব করে ডি মারিয়া। পোল্যান্ডের বিপক্ষে এ চোট পান তিনি। ফলে নেদারল্যান্ডসের বিপক্ষে তাকে একেবারে শেষদিকে মাঠে নামানো হয়।
আর্জেন্টিনার জন্য সুংসবাদ হলো দুজনই চোট থেকে সেরে উঠেছেন। খোদ দলটির কোচ লিওনেল স্কালোনি এসব তথ্য দিয়েছেন।
সোমবার (১২ ডিসেম্বর) ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডি মারিয়া ও ডি পল দুজনই ফিট। তবে তাদের কত মিনিট আমরা খেলাব সেটা ভাবতে হবে।
তিনি বলেন, সেই সিদ্ধান্ত নিতে আমরা আগামীকাল পর্যন্ত অপেক্ষা করব। তবে আমি যতটুকু জানি, খেলার জন্য উপযুক্ত তারা।