June 3, 2023, 3:37 pm
যমুনা নিউজ বিডিঃ যমচলতি মাসের শেষ সপ্তাহে মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন হবে জানিয়ে ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিকী বলেছেন, শুরুর তিন মাস পর দিনভর চলবে ট্রেন।
উত্তরার দিয়াবাড়ীতে মেট্রোরেলের ডিপো এলাকায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) তথ্যকেন্দ্রে আজ সোমবার এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুবিধা অনুযায়ী চলতি মাসের শেষ সপ্তাহের কোনো এক দিন মেট্রোরেলের আংশিক উদ্বোধন হবে বলে জানান এমডি।
তিনি বলেন, উদ্বোধনের তিন মাস পর পুরোদমে এই ট্রেন চলাচল করবে। তার আগ পর্যন্ত সকাল ও বিকেলে কিছু ট্রেন চলবে।
মেট্রোরেলের এমডি বলেন, যাত্রীদের কাছে মেট্রোরেল জনপ্রিয় হওয়ার পর পুরোদমে যাত্রী পরিবহন শুরু হবে। এ জন্য উদ্বোধনের প্রথম তিন মাস রেলে কম যাত্রী পরিবহন করা হবে।
তিনি বলেন, ধীরে ধীরে যাত্রীর সংখ্যা বাড়ানো হবে। প্রথমে ২০ মিনিট পর পর ট্রেন চলবে এবং ট্রেন প্ল্যাটফর্মে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করবে। পরে এই সময় আরও কমিয়ে আনা হবে।