October 4, 2024, 10:45 am

ঢাকায় বিএনপির গণসমাবেশ শেষ, তল্লাশিচৌকি তুলে নিয়েছে পুলিশ

যমুনা নিউজ বিডিঃ রাজধানী ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ শেষ হওয়ার পর দিনই তল্লাশিচৌকি তুলে নিয়েছে পুলিশ। রোববার (১১ ডিসেম্বর) দুপুরে গাবতলী ব্রিজ এলাকায় কোনো তল্লাশিচৌকি দেখা যায়নি। টঙ্গীর আবদুল্লাহপুর ও উত্তরার আজমপুর এলাকার তল্লাশিচৌকিও তুলে নেয়া হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, ডিসেম্বরের নানা কর্মসূচিকে সামনে রেখে সারা দেশে বিশেষ অভিযান চালানো হচ্ছে। ঢাকার প্রবেশমুখগুলোতে বসানো তল্লাশিচৌকিও বিশেষ অভিযানের অংশ। তবে এখন পুলিশ বলছে, তল্লাশিচৌকি তুলে নেয়া হলেও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে বিএনপির অভিযোগ, গণসমাবেশে মানুষের উপস্থিতি ঠেকাতে পুলিশ বিশেষ অভিযানের নামে বিএনপির নেতা–কর্মীদের গ্রেপ্তার করেছে। তল্লাশিচৌকি বসিয়ে ঢাকায় আসা নেতা-কর্মীদের হয়রানি করা হয়েছে।

গাবতলীর মতোই তল্লাশিচৌকি বসানো হয়েছিল ঢাকার আরেক প্রবেশমুখ টঙ্গীর আবদুল্লাহপুর এলাকায়। উত্তরার আজমপুর এলাকায় বসানো পুলিশের তল্লাশিচৌকিটিও তুলে নেয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ফারুক হোসেন গণমাধ্যমকে বলেন, বিএনপির সমাবেশ এবং বিশেষ অভিযান উপলক্ষে ঢাকার প্রবেশমুখগুলোতে তল্লাশিচৌকি বসানো হয়েছিল। এখন তল্লাশিচৌকি না থাকলেও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD