April 25, 2024, 6:56 pm

আন্তর্জাতিক পর্বত দিবস আজ

যমুনা নিউজ বিডিঃ প্রকৃতির অপরূপ দান পাহাড়-পর্বত সুরক্ষা করে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক পর্বত দিবস’। প্রতিবছর ১১ ডিসেম্বর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।

জাতিসংঘ ২০০৩ সালে পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে দিবসটি ঘোষণা করে।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। পর্বত দিবসের এ বছরের প্রতিপাদ্য-ওমেন মুভ মাউন্টেইনস।

বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক মন্ত্রণালয় দিবসটি পালনের জন্য বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। সংবাদ মাধ্যমে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে।

পৃথিবীর প্রায় ২২ শতাংশই পার্বত্য অঞ্চল। এ অঞ্চলে পৃথিবীর প্রায় এক-দশমাংশ মানুষের বাস এবং ৬০ থেকে ৮০ শতাংশ মিঠাপানির উৎস। পার্বত্য অঞ্চলের মানুষের জীবন অত্যন্ত বৈচিত্র্যময়। পর্বতমালা, নদ-নদী, বহু প্রজাতির উদ্ভিদ ও প্রাণী এ অঞ্চলকে করেছে বৈচিত্র্যপূর্ণ। বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থে পার্বত্য অঞ্চলের উন্নয়ন অপরিহার্য।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD