September 7, 2024, 3:26 pm

শাজাহানপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

শাজাহানপুর প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম প্রেসক্লাবের সাংবাদিকরা সঙ্গে মতবিনিময় করেছেন। উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নবাগত ইউএনও সাইদা খানম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা মোস্তারি,থানার ওসি (তদন্ত) আব্দুল রউফ, শাজাহানপুর প্রেস ক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন, সিনিয়র সহ-সভাপতি আরিফুর রহমান মিঠু, সহ-সভাপতি শাহীন আলম, যুগ্ন সাধারণ সম্পাদক রুমেল আশরাফ শিপলু, দপ্তর সম্পাদক রিপন আহমেদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক গোলাম আযম শামীম, সদস্য শফিকুল ইসলাম, সানোয়ার হোসেন প্রমূখ।

সভায় উপজেলার উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন নবাগত ইউএনও সাইদা খানম।পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সময়মত সঠিক তথ্য দিয়ে সহযোগিতার জন্য প্রশাসনের প্রতি সাংবাদিকগণ আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD