April 16, 2024, 7:22 pm

নয়াপল্টনেই ১০ ডিসেম্বর সমাবেশ করবে বিএনপি : মির্জা ফখরুল

যমুনা নিউজ বিডিঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। নয়াপল্টনেই পূর্ব ঘোষিত স্থানে আমরা আমাদের সমাবেশ করব। সেই সমাবেশ শান্তিপূর্ণ করার দায়িত্ব সরকারের। অন্যথায়, এর সকল দায়-দায়িত্ব সরকারকে বহন করতে হবে।’

আজ বৃহস্পতিবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফখরুল।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘অপেক্ষা করুন, ঢাকায় যা দেখবেন তা স্বচক্ষে দেখবেন। আমরা অবশ্যই সমাবেশস্থলে যাব, আর জনগণ কী করবে, সেটা জনগণ সিদ্ধান্ত নেবে।’

ফখরুল বলেন, ‘এটা আমাদের পুর্বঘোষিত কর্মসূচি। গত ১২ অক্টোবর থেকে সারা দেশে নয়টি বিভাগে হয়েছে। জনগণ কীভাবে অংশ নিয়েছে, তা সবাই জানে। আগামী ১০ ডিসেম্বর আমাদের ঘোষিত সর্বশেষ সমাবেশ।’

ফখরুল বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যান, টঙ্গী নিয়ে সব প্রস্তাব আসছে, এগুলো আমরা গ্রহণ করিনি। আমরা বলেছি—ঢাকায় গ্রহণযোগ্য কোনোস্থনে সমাবেশ করা অনুমতি দিলে সেখানে সমাবেশ করব।’

সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ডা. এ জে এম জাহিদ হোসেন, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, নাজিম উদ্দিন আলম, বিএনপির সংসদ সদস্য জি এম সিরাজ প্রমুখ

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD