June 3, 2023, 3:37 pm
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের বর্তমান কমিটির এক বৎসর পূর্তি উপলক্ষে শ্রমিক সভা করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল চারমাথা চত্ত্বরে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্ত্তী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির জেলা কমিটির সভাপতি মো. আব্দুল হামিদ মিটুল। এসময় ১৮ জন মৃত শ্রমিক সদস্যর পরিবারকে যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানির চুক্তি মোতাবেক মোট ৯ লাখ টাকা দেওয়া হয়। এছাড়াও শ্রমিক ইউনিয়নের তহবিল থেকে ৪৭ জন মৃত শ্রমিকের পরিবারকে অনুদান হিসেবে মোট ৩৩ লাখ ৩৬ হাজার ২১৮ টাকার চেক দেওয়া হয়।