April 25, 2024, 1:10 pm

১০ দফা দাবি বাস্তবায়নে বগুড়ায় গণজমায়েত

ষ্টাফ রিপোর্টারঃ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বগুড়ায় গনজমায়েত ও স্মারক লিপি দিয়েছে ৈইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (৪ ডিসেম্বর) দুপুরে স্থানীয় ফতেহ আলী মোড়ে এক গণজমায়েত শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সংগঠনের জেলার সভাপতি আনম মামুনুর রশিদের সভাপতিত্বে গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মো. আব্দুল হক আজাদ।

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রণীত শিক্ষা কারিকুলাম ২০১৯-এ ইসলাম ধর্ম শিক্ষা বাদ দেওয়া হয়েছে। যা মেনে নেয়ার মত নয়। আমরা মুসলিম জাতি এটা মেনে নিতে পারি না। শিক্ষা কারিকুলামে ইসলাম ধর্ম শিক্ষা বাদ যে শিক্ষা নীতি প্রনয়ন করা হয়েছে সেটি বাতিলের জোর দাবি জানাচ্ছি।

গণজমায়েতে আরও বক্তব্য রাখেন মাওলানা মো. আবুল কালাম আজাদ, মাওলানা মো. আব্দুল মতিন, প্রভাষক শফিকুল ইসলাম, শিক্ষক ফোরামের কেন্দ্রীয় নেতা প্রভাষক মো. আব্দুস সবুর, প্রভাষক মীর মাহমুদুর রহমান ও মো. আব্দুস সালাম, শ্রমিকনেতা মো. মাসুদ রানা, ছাত্রনেতা আব্দুল ওয়ারেস প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD