April 23, 2024, 11:09 am

গোল পেলেন না রোনালদো, তবুও জিতল ইউনাইটেড

যমুনা নিউজ বিডিঃ  ইংলিশ প্রিমিয়ার লিগে দুই ম্যাচ পর মূল একাদশে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে রাখতে পারলেন না কোনো অবদান। তাতে কী! ঠিকই জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আজ রোববার মার্কাস রাশফোর্ডের একমাত্র গোলে ওয়েস্ট হামকে ১-০ গোলে হারিয়েছে ম্যানইউ। টটেনহামের বিপক্ষে শেষ সময়ে বদলি হয়ে মাঠে নামতে অস্বীকৃতি জানানোর পর ম্যাচ শেষ হয়ে যাওয়ার আগেই মাঠ ছাড়েন রোনালদো। শৃঙ্খলা ভঙ্গের দায়ে পরের ম্যাচে তাকে স্কোয়াডেই রাখেনি ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। সেই শাস্তি কাটিয়ে গত সপ্তাহে ইউরোপা লিগে ইউনাইটেডের মূল একাদশে ফেরেন রোনালদো। গোল করেন শেরিক তিরাসপোলের বিপক্ষে।

মৌসুম শুরুর ব্যর্থতা কাটিয়ে ছন্দে ফিরেছেন মনে করেই কি-না, রোববার ওয়েস্ট হামের বিপক্ষে মূল একাদশে রোনালদোকে রাখেন টেন হাগ। কিন্তু ওল্ড ট্রাফোর্ডে গোল করা তো দূরের কথা, গোলের ভালো একটি সুযোগ নষ্ট করেন তিনি। পুরো ম্যাচে গোলমুখে তার শট ওই একটিই। রোনালদোর আরও একটি বিবর্ণ রাতে ইউনাইটেডের ত্রাতা হয়ে ধরা দেন রাশফোর্ড। ৩৮ মিনিটে থ্রো ইন থেকে আসা বল ব্রুনো ফার্নান্দেজের সঙ্গে দেওয়া-নেওয়া করে ডি বক্সে ক্রস বাড়ান ক্রিশ্চিয়ান এরিকসেন। ভেসে আসা বল উড়ন্ত অবস্থায় হেডে জালে পাঠান রাশফোর্ড। দর্শনীয় এই গোলটি নিঃসন্দেহে এই ফরোয়ার্ডের দীর্ঘদিন মনে রাখবেন। কেননা ইউনাইটেডের জার্সি গায়ে যে এটা তার শততম গোল। ইউনাইটেডের ২২তম ফুটবলার হিসেবে আজ শততম গোলের রেকর্ড মাইলফলক স্পর্শ করলেন। বলে রাখা ভালো, ২০০৯ সালে ওয়েইন রুনির পর এই রেকর্ড আর কেউ গড়তে পারেনি। রাশফোর্ডের রেকর্ড করার রাতে ইউনাইটেড আরও কয়েকবার সুযোগ পেয়েছিল ব্যবধান বাড়ানোর। তবে কখনো ফরোয়ার্ডদের ব্যর্থতা, কখনো আবার প্রতিপক্ষ গোলরক্ষকের কারণে গোল পাওয়া হয়নি রেড ডেভিলসের। ওয়েস্ট হামের সামনেও সুযোগ কম আসেনি। তবে গোলরক্ষক ডেভিড ডি হেয়া নিশ্চিত একাধিক গোলের হাত থেকে বাঁচায় স্বাগতিকদের।

এ জয়ের পর চেলসিকে টপকে পয়েন্ট টেবিলের পাঁচে উঠে এলো ম্যানচেস্টার ইউনাইটেড। ১২ ম্যাচ শেষে দলটির ঝুলিতে এখন ২৩ পয়েন্ট।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD