April 26, 2024, 1:17 pm

উলিপুরে কমিউনিটি পুলিশিং দিবস পালিত

যমুনা নিউজ বিডিঃ কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র’ এই স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে কমিউনিটি পুলিশিং দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় উলিপুর থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উলিপুর থানা পুলিশিং কমিউনিটির প্রধান সমন্বয়ক ও অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু।

উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফিরোজ মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা, পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, বজরা এলকে আমিন কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব রানা, কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহ্বায়ক ও উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, সদস্য সচিব দৈনিক সমকাল পত্রিকার উলিপুর প্রতিনিধি আব্দুল মোন্নাফ আলী, আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ হাড়ি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, প্রভাষক স ম আল মামুন সবুজ, থানার পুলিশ পরিদর্শক রুহুল আমিন প্রমূখ। এ সময় বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD