October 13, 2024, 1:56 am
যমুনা নিউজ বিডিঃ জার্মানের বহুজাতিক বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগেন এই প্রথম ইলেকট্রিক গাড়ি তৈরি করল। ভক্সওয়াগেনের এমইবি প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে নতুন ইলেকট্রিক গাড়ি তৈরি করা হয়েছে। নতুন এই ইলেকট্রিক গাড়িতে পাবেন দুর্দান্ত লুকস। লুকসের বিষয়ে বাজারের অন্যসব ইলেকট্রিক গাড়িগুলোকে টেক্কা দিতে চলেছে ভক্সওয়াগেন ইলেকট্রিক।ভক্সওয়াগেনের আইডি.৪ মডেল হিসেবে বাজারে লঞ্চ হতে চলেছে এই গাড়িটি।
এটি একটি প্রিমিয়াস সেগমেন্টের ইলেকট্রিক এসইউভি। একবার চার্জ দিলে এই গাড়িটি ৫১৭ কিলোমিটার পথ চলতে পারবে। এই গাড়িটি ইলেকট্রিক মোটর ২৬১ বিএইচপি শক্তি উৎপাদন করতে পারবে। বাজারে আসার আগেই বেশ কয়েকটি রেকর্ড করেছে ভক্সওয়াগেনের ইলেকট্রিক গাড়ি। এর মধ্যে সবচেয়ে উঁচুতে উঠতে পারা ইলেকট্রিক গাড়ি হিসেবে গিনিস বুকে নাম তুলেছে ভক্সওয়াগেন আইডি.৪ মডেল।