June 3, 2023, 7:29 am
ষ্টঅফ রিপোর্টারঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৫০০ গ্রাম হেরোইনসহ সুকুমার মণ্ডল নামে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। উপজেলার রেলবাজার বারইপাড়া এলাকা থেকে শুক্রবার ভোর সাড়ে ৫ টার দিকে তাকে গ্রেপ্তার করে বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৪)। সুকুমার মণ্ডল (২৮) রেলবাজার বারইপাড়া এলাকার বাসিন্দা।
এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ আবু সায়েম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজশাহীর গোদাগাড়ীতে এপিবিএনের মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার মোহাম্মদ তৌফিকুল ইসলাম।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে রেলবাজার এলাকায় পদ্মা নদীর পাড়ের সিড়িতে অবস্থানরত সুকুমারকে হেরোইনসহ নাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। পরে তল্লাশী করে তার কাছে থাকা ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।
এপিবিএনের অধিনায়ক বলেন, এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় সুকুমারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। মামলার পর সুকুমারকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।