September 20, 2024, 6:00 pm

২৯ অক্টোবর বগুড়া শহর ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী হকার্স সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

রায়হানুল ইসলাম : ক্ষুদ্র কাপড় ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে জোরালো ভুমিকা রাখতেই শক্তিশালী কমিটি চান সাধারণ ভোটাররা।
সেই দৌড়ে এগিয়ে রয়েছেন ছাতা, মই, রিক্সা প্যানেল পরিষদ। এ পরিষদের সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো: বাবলু সরদার (ছাতা) সাধারণ সম্পাদক পদে মোঃ রাজু আহম্মেদ( মই ) সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল খান ফাকু (রিক্সা), অর্থ সম্পাদক পদে তারাজুল ইসলাম (সেলাই মেশিন) সহ-সভাপতি পদে মোঃ মান্নান সরদার (হাতপাখা), সহ-সাধারণ সম্পাদক পদে রাসেল শেখ (বাইসাইকেল), দপ্তর সম্পাদক পদে শ্রী রিপন চন্দ্র সরকার (হরিণ), প্রচার সম্পাদক পদে মাফতুন আক্তার নয়ন (মশাল) ক্রীড়া সম্পাদক পদে ওমর ফারুক শেখ( ফুটবল) ও কার্যনির্বাহী সদস্য পদে সাইফুল ইসলাম( তালা) প্রতীকে প্রতিদ্বন্দিতা করছেন। তবে স্বতন্ত্র পদপ্রার্থী মতিউর রহমান সুমন উটপাখি মার্কায় ভোট নিয়ে ব্যবসায়ীদের সেবা করার সুযোগ চান।

উল্লেখ্য নির্বাচনে সংগঠনের নির্বাহী কমিটির পদে পৃথক দুটি প্যানেলে নির্বাচন অনুষ্ঠিত হবে।
যেখানে ১১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল ১০ টা থেকে বেলা তিনটা পর্যন্ত শহরের কবি নজরুল ইসলাম সড়কের ব্যবসায়ীদের প্রতিষ্ঠান এলাকাতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন সাংবাদিক আব্দুস সাত্তার। দুটি প্যানেলের সভাপতি প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ বাবুল সর্দার ছাতা প্রতীকে এবং জাহাঙ্গীর আলম চেয়ার প্রতীকে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD