April 25, 2024, 11:33 pm

রংপুরে পরিবহন ধর্মঘটের ডাক

রংপুর প্রতিনিধিঃ রংপুর জেলা মটরমালিক সমিতির ডাকে আগামীকাল শুক্রবার সকাল ৬ টা হতে শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬ টা পর্যন্ত পরিবহণ ধর্মঘট ডাকা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা মটর মালিক সমিতির কার্যালয়ে সংগঠনের সভাপতি একেএম মোজাম্মেল হকের সভাপতিত্বে এক জরুরি বৈঠকে আগামী ৩৬ ঘন্টা বাস, ট্রাক, মিনি ট্রাক, মাইক্রোবাসসহ সব ধরনের পরিবহন ধর্মঘটের সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা মটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান লিপ্পন বিষয়টি নিশ্চিত করে জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মহাসড়কে অটো, নছিমন-করিমন, ভটভটি বন্ধের কথা বলা হলেও প্রশাসন তা বাস্তবায়ন না করা, প্রশাসন কর্তৃক নানা প্রকার হয়রানি বন্ধের দাবিতে আমাদের এই ধর্মঘটের ডাক। দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচিতে যাবো আমরা। মটর মালিক সমিতির বৈঠকে রংপুরের সকল প্রকার পরিবহন মালিকরা অংশ নেন। ঢাকার সাথে রংপুর বিভাগের সমস্ত প্রকার সড়ক যোগাযোগ বন্ধের কথাও জানানো হয়।

উল্লেখ্য, রংপুরে বিভাগীয় গণসমাবেশ আয়োজন করবে বিএনপি। আগামী শনিবার (২৯ অক্টোবর) সমাবেশ সফল করতে নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন। জেলা ও উপজেলা পর্যায়েও প্রস্তুতি সভাসহ সমাবেশে উপস্থিতি বাড়াতে প্রচারপত্র বিতরণ, জনসংযোগ, পথসভা করছেন নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD