May 30, 2023, 5:27 am
স্টাফ রিপোর্টার রাশেদ : আসন্ন ১২ নভেম্বর বগুড়া ফল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন নাহিদ ফল ভান্ডারের স্বত্বাধিকারী সাবেক সভাপতি মো. মাহমুদ শরীফ মিঠু। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে শহরের স্টেশন রোড সমিতির কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সোহরাব হোসেন এর নিকট এ মনোনয়ন পত্র দাখিল করেন তিনি। মনোনয়ন দাখিল কালে সাবেক সভাপতি মিঠু বলেন, এর আগেও আমি বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলাম। সম্মানিত ভোটারদের বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলাম। আমি সভাপতি থাকা কালীন সততার সাথে সমিতির দায়িত্ব পালন করেছি। এবারের নির্বাচনেও সভাপতি পদে মনোনয়ন পত্র দাখিল করলাম। আমি আশাবাদী এবারেও সম্মানিত ভোটারদের বিপুল ভোটে বিজয় লাভ করবো ইনশাআল্লাহ। এসময় ফল ব্যবসায়ী আলহাজ্ব হান্নান আলী, ব্যবসায়ী আলহাজ্ব মুকুল হোসেন, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।