June 3, 2023, 3:40 pm

দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর সবচেয়ে কঠিন সময় পার করছে বিশ্ব: পুতিন

যমুনা নিউজ বিডিঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক বার্তা উচ্চারণ করে বলেছেন, দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর বিশ্ব এখন সবচেয়ে কঠিন সময় পার করছে। এ সময় তিনি আরও বলেন, পশ্চিমারা পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়ে আমাদের মিত্রদের দূরে সরিয়ে দিয়েছে। খবর বিবিসি।

মস্কোতে দেওয়া ওই বক্তৃতায় পুতিন ইউক্রেনে হামলা চালানোর বিষয়টি বৈধতা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু বাস্তবতা হলো এ হামলার ফলে রাশিয়া বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এদিকে পশ্চিমা বিশ্ব ক্রেমলিনের পারমাণবিক হুমকির ব্যাপক সমালোচনা করেছে।

চলতি সপ্তাহের শুরুর দিকে ন্যাটো জোট রাশিয়ার একটি অভিযোগকে অপ্রমাণিত সত্য বলে অভিহিত করেছে। রাশিয়ার অভিযোগ যে কোনো সময় ইউক্রেন যুদ্ধে বোমা ব্যবহার করতে পারে। যা তেজস্ক্রিয় উপাদান দিয়ে সজ্জিত বিস্ফোরক।

বৃহস্পতিবারে দেওয়া ওই বক্তৃতায় প্রেসিডেন্ট পুতিন পারমাণবিক অস্ত্রের বিষয়টি বার বার সামনে আনেন। তিনি বলেন, আমরা যদি অনিরাপদ বোধ করে তাহলে পারমাণবিক অস্ত্রের ব্যবহার অবশ্যই সম্ভব্য হয়ে পড়বে।

পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমারা রাশিয়ার ধ্বংসের পায়তারা করছে। কিন্তু তিনি এ সময় এর পেছনে কোনো সত্যতা তুলে ধরতে পারেনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD