May 30, 2023, 4:20 am

সিরাজগঞ্জের দুই থানার ওসিকে জনস্বার্থে বদলি

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জনস্বার্থে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) রাজশাহী রেঞ্জ ডিআইজি মো. আব্দুল বাতেন স্বাক্ষরিত অফিস আদেশে তাদের এ বদলি করা হয়।

বুধবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বদলির বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের জনস্বার্থে এ বদলি করা হয়েছে।

আদেশে রায়গঞ্জ থানার ওসি রফিকুল ইসলামকে পাবনা জেলা ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেনকে বগুড়া জেলায় পাঠানো হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD