September 16, 2024, 9:56 pm

News Headline :
বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ২ ভারতীয় নৌবাহিনীর উচ্চপর্যায়ের বৈঠকে বিশেষ গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ ইস্যু কারাগারে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী আসছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল, থাকবে এক মাস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তারেক রহমানের বিবৃতি ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার বগুড়া জেলাস্থ গাইবান্ধা স্টুডেন্ট এসোসিয়েশনে অভিষেক অনুষ্ঠিত আ’লীগ নেতাকর্মীদের হাতে হাতে অবৈধ অস্ত্র, সেগুলো ব্যবহার হচ্ছে : রিজভী উপদেষ্টা নাহিদ-আসিফদের ‘ছাত্রশক্তি’র সব কার্যক্রম স্থগিত

হাতকড়া ভেঙে পালিয়েছে আসামি, ৩ পুলিশ ক্লোজড

চুয়াযাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলা জজ আদালত চত্ত্বর থেকে হাতকড়া ভেঙে আজিজুল শেখ নামে ডাকাতি মামলার এক আসামি পালিয়ে গেছেন। এঘটনায় পুলিশের এটিএসআই আনোয়ারসহ তিনজনকে ক্লোজড করা হয়েছে।

এদিকে ঘটনাটি খতিয়ে দেখতে এডিশনাল এসপি তারেককে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

পালিয়ে যাওয়া আসামি আজিজুল গোপালগঞ্জ জেলার মকছেদপুর থানার জলিরপাড় গ্রামের আশ্রয়কেন্দ্রের বাসিন্দা ফজল শেখের ছেলে। তার বিরুদ্ধে টাঙ্গাইলের কালিহাতি থানা, চুয়াডাঙ্গা সদর থানা ও দামুড়হুদা থানায় ডাকাতি মামলা রয়েছে। তিনি দামুড়হুদা মডেল থানার ডাকাতি মামলায় গ্রেফতার হয়ে গত ৯ অক্টোবর থেকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে বন্দি ছিলেন।

জানা গেছে, রোববার সকালে চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানে আদালতে নেওয়া হয় আজিজুলকে। প্রিজন ভ্যান থেকে নামিয়ে কোর্ট কাস্টাডিতে নেওয়ার সময় কৌশলে হাতকড়ার লক ভেঙে দৌঁড় দেন তিনি। পরে তাকে ধাওয়া করেও ধরতে পারেনি পুলিশ।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন বলেন, পালিয়ে যাওয়া আসামি আজিজুলকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় পুলিশ সদস্যদের অবহেলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD