April 27, 2024, 12:52 am

দুপচাঁচিয়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপিত

দুপচাঁচিয়া প্রতিনিদিঃ দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পুরাতন উপজেলা প্রশাসন ভবন থেকে এ উপলক্ষে র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে পুরাতন উপজেলা প্রশাসন সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদীর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার শাহ মাহমুদুন্নবীর পরিচালনায় আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুল হক।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, বীর মুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, সাংবাদিক গোলাম ফারুক, অরবিন্দ কুমার দাস, ইউপি সচিব পলাশ কুমারসহ প্রমুখ।

সভা শেষে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধনের কার্যক্রম সফলভাবে পরিচালনার স্বীকৃতিস্বরূপ গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ, তালোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সচিবকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এছাড়াও উপজেলার ৬ ইউনিয়নের গ্রাম পুলিশের মধ্যে থেকে ৫ পুরুষ গ্রাম পুলিশ ও ১ নারী গ্রাম পুলিশকে উপহার দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD