April 16, 2024, 11:21 pm

নন্দীগ্রামে যাত্রী ছাউনিতে পড়ে থাকা সাবেক প্রধান শিক্ষকের পাশে ইউএনও শিফা নুসরাত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার “নন্দীগ্রামে রাজনীতিবীদ ও সাবেক প্রধান শিক্ষকের ঠাঁই হলো যাত্রী ছাউনি” শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ার পর সেই সাবেক প্রধান শিক্ষকের পাঁশে দাড়িয়েছেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিফা নুসরাত।
গত ২০ সেপ্টেম্বর বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্রিকায় উক্ত সংবাদটি প্রকাশ হওয়ার পর নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিফা নুসরাত ২৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) বেলা ১১টায় নতুন জামা কাপড়, খাবার ও এ্যাম্বুলেন্স সাথে নিয়ে কুন্দারহাট যাত্রী ছাউনিতে সাবেক প্রধান শিক্ষক আব্দুর রশিদ শেখের কাছে উপস্থিত হন। তাকে নতুন জামা কাপড় পড়িয়ে প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিজরুলে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর রশিদ শেখ কে ওয়ার্ডে স্থানান্তর করে কয়েকদিন নির্বির পরিচর্য়ায় রাখার নির্দেশ দেন। সাবেক প্রধান শিক্ষক আব্দুর রশিদ শেখ এর শারিরীক অবস্থার উন্নতি হলে তাকে আশ্রয়ণ প্রকল্পের ঘরে পূর্ণবাসন করা হবে বলে জানান ইউএনও শিফা নুসরাত। এসময় উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, ৫নং ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ। এছাড়াও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD