September 20, 2024, 8:22 am
যমুনা নিউজ বিডিঃ ডলারের বিপরীতে সোমবার ব্রিটিশ পাউন্ডের রেকর্ড দরপতন হয়েছে। এর মাধ্যমে যুক্তরাজ্যে অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে শঙ্কা বাড়ছে।
শুক্রবার ব্রিটিশ অর্থমন্ত্রী কাওয়াসি কাওয়ারতেং ৫০ বছরের মধ্যে সবচেয়ে বড় ট্যাক্স মওকুফের ঘোষণা দেন। এরপরই ডলারের বিপরীতে পাউন্ডের ব্যাপক দরপতন হয়েছে। তাছাড়া সরকারের ঋণ নেওয়ার পরিমাণ বাড়ানোর ঘোষণাও দেন তিনি।
সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার এক মার্কিন ডলারের বিপরীতে ০.৯২ দরে পাউন্ড লেনদেন হয়েছে। যা ১৯৭১ সাল থেকে বর্তমান সময়ের মধ্যে সর্বনিম্ন।
এদিকে ট্যাক্স মওকুফ করার বিষয়টি নিয়ে অর্থমন্ত্রীর সমালোচনা করেছেন যুক্তরাজ্যের বিরোধী দলীয় নেতারা। তারা দাবি করেছেন, এতে করে পাউন্ডের দাম আরও কমবে।
ডলারের বিপরীতে পাউন্ডের দরপতন হওয়ায় যুক্তরাজ্যে বর্তমান অর্থনৈতিক সংকট আরও গভীর হতে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবীদরা।
সূত্র: রয়টার্স