September 16, 2024, 11:51 pm

News Headline :
বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ২ ভারতীয় নৌবাহিনীর উচ্চপর্যায়ের বৈঠকে বিশেষ গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ ইস্যু কারাগারে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী আসছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল, থাকবে এক মাস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তারেক রহমানের বিবৃতি ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার বগুড়া জেলাস্থ গাইবান্ধা স্টুডেন্ট এসোসিয়েশনে অভিষেক অনুষ্ঠিত আ’লীগ নেতাকর্মীদের হাতে হাতে অবৈধ অস্ত্র, সেগুলো ব্যবহার হচ্ছে : রিজভী উপদেষ্টা নাহিদ-আসিফদের ‘ছাত্রশক্তি’র সব কার্যক্রম স্থগিত

বগুড়া পৌরসভার তিনটি রাস্তার কার্পেটিং ও সংস্কার কাজ উদ্বোধন

স্টাফ রিপোর্টার : বগুড়া পৌরসভার নিজস্ব অর্থায়নে ৫, ২০ ও ২১ নং ওয়ার্ডের তিনটি রাস্তার কার্পেটিং ও সংস্কার কাজ শুরু করা হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) পৃথক সময়ে ওই তিনটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন বগুড়া পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম বাদশা। উন্নয়ন কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রেজাউল করিম ডাবলু, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রুস্তম আলী, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলু, সংরতি ২নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক সাখিনা শিখা ও সংরতি ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোছাঃ মঞ্জুয়ারা খাতুন মুন্নি, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, সরকারি প্রকৌশলী মোঃ সাগর মন্ডল, উপসহকারী প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির, উপসহকারী প্রকৌশলী মোছাঃ রোকসানা পারভীন, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট হেলাল উদ্দিন ও আব্দুল আলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পৌরসভার উপসহকারী প্রকৌশলী মোঃ হুমায়ন কবির জানান, সকালে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে বগুড়া পৌরসভার ২০ নং ওয়ার্ডের উত্তর চেলোপাড়া বাসন্তী গ্যারেজ থেকে পশ্চিম নারুলি শ্মশান রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন করেন পৌর মেয়র মোঃ রেজাউল করিম বাদশা। এই কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান শিমুল এন্টারপ্রাইজ। উপস্থিত ছিলেন ঠিকাদার জাহেদ আল মাসুদ সিম্পল ও নাহারুল আলম। এছাড়া ৬ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে সকালে বগুড়া পৌরসভার ২১ নং ওয়ার্ডের বেজোড়া ব্রিজ থেকে শ্যামলী মোড় রাস্তার কার্পেটিং কাজ উদ্বোধন করা হয়। এই কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান তুহিন কন্সট্রাকশন এর প্রোপ্রাইটর মোঃ আব্দুল মান্নান নান্নু। এদিকে বিকেলে প্রায় সাড়ে তিন লাখ টাকা ব্যয়ে বগুড়া শহরের ফতেহ আলী বাজার মোড় থেকে নবাববাড়ি সড়কের নবাববাড়ি গেট পর্যন্ত সংস্কার কাজের উদ্বোধন করেন পৌর মেয়র। কাজটি করছে ঠিকাদারী প্রতিষ্ঠান শ্রাবণ বিল্ডার্স এর প্রোপ্রাইটর শ্রাবণ আবেদীন সনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD