April 26, 2024, 12:02 pm

আড়িয়াল খাঁ নদে ঐহিত্যবাহী নৌকা বাইচ

মাদারিপুর প্রতিনিধিঃ মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে অনুষ্ঠিত হয়ে গেল আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। আর এ নৌকা বাইচকে ঘিরে নদের পাড়ের বাসিন্দারা মেতে ওঠে উৎসবে। বাংলা ও বাঙ্গালীর চিরায়ত সংস্কৃতির প্রাচীনতম এ উৎসব উপভোগ করতে শিশু-কিশোর, নারী-পুরুষ, বৃদ্ধ নির্বিশেষে সকলেই মেতে ওঠে আনন্দে-উল্লাসে। নদের পাড়ে বসে হরেক রকমের খেলনা ও মিষ্টির পসরা।

মাদারীপুর শহর ঘেঁষা আড়িয়াল খাঁ নদের জাফরাবাদ-মহিষেরচর এলাকায় স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজন করা হয় মনোমুগ্ধকর এ নৌকা বাইচ প্রতিযোগিতার। এ সময় নদের পাড়ের দু’ধারে পরিণত হয় সদর উপজেলাসহ আশপাশের জেলার হাজার হাজার বিনোদন প্রেমী মানুষের মিলন মেলায়। প্রতিযোগিতায় ছোট বড় মিলিয়ে প্রায় ১৮টি নৌকা অংশ গ্রহণ করে। এ সময় বাইচ দেখতে নদের দু’পাড়ে উৎসুক মানুষের সমাগমের মধ্য দিয়ে এলাকায় সৃষ্টি হয় এক উৎসব মুখর পরিবেশ। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে শুরু হয়ে নৌকা বাইচ চলে সন্ধ্যা পর্যন্ত। উৎসবমুখর এ প্রতিযোগিতা শেষে বিজয়ী নৌকার দলপতির হাতে পুরস্কার তুলে দেন জাফরাবাদ এলাকার আ. লীগ নেতা শাহীন ঘরামী ও মহিষেরচর এলাকার হাসান মাতুব্বর। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এমদাদ খান নামে এক ব্যক্তি বলেন, দীর্ঘ দিন আড়িয়াল খাঁ নদে নৌকা বাইচ হয়নি। এবার আয়োজন করায় পুরো পরিবার নিয়ে বাইচ দেখতে এসেছি। আমার স্ত্রী সন্তান খুবই উপভোগ করেছে নৌকা বাইচ। আগামীতে এরকম আয়োজন করলে আমরা আনন্দিত হবো।’ আয়োজক কমিটির সদস্য হাসান মাতুব্বর বলেন, মহামারী করোনায় ঘরবন্দি মানুষের বিনোদন দেয়ার জন্যই মূলত এ নৌকা বাইচের আয়োজন। মানুষের চিত্র বিনোদনের জন্যে আয়োজন করতে পেয়ে আনন্দিত। আগামীতে এরকম আয়োজন আরও করা হবে। যাতে পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনা যায়। গ্রাম বাংলার ঐতিহ্য এতে ফিরে আসবে। নদীমাতৃক বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, আনন্দ আয়োজন, উৎসব ও খেলাধুলা সবকিছুতেই নদী ও নৌকার সরব আনাগোনা। হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির সংস্করণ নৌকা বাইচ। গ্রাম বাংলার শত বছরের চিরচেনা এই নৌকা বাইচের ঐতিহ্য ধরে রাখতে মাদারীপুরে বেশি বেশি নৌকা বাইচ অনুষ্ঠান আয়োজনের দাবি জানান সাধারণ মানুষ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD