April 26, 2024, 10:32 am

৮ দিনে রেমিট্যান্স এসেছে ৬০ কোটি ডলার

যমুনা নিউজ বিডিঃ চলতি বছরে সেপ্টেম্বরের প্রথম ৮ দিনে প্রবাসীরা ৫৯ কোটি ৫৯ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

সোমবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রাবসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে ৫০ কোটি ডলারের বেশি এসেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে। আর রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে মাত্র ৯ কোটি ডলার।

এদিকে, আগস্ট মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২০৩ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার।

এর আগে, প্রবাসীরা জুলাই মাসে ২০৯ কো‌টি ৬৯ লাখ ডলার, জুনে ১৮৩ কোটি ৭২ লাখ ডলার এবং মে মাসে ১৮৮ কোটি ৫৩ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরে প্রবাসী বৈধ পথে ২ হাজার ১০৩ কোটি ডলার দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের চেয়ে ১৫ শতাংশ কম।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD