September 18, 2024, 2:06 pm

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রণব মুখার্জির পরিবারের সাক্ষাৎ

যমুনা নিউজ বিডিঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পরিবারের সদস্যরা। বুধবার (৭ সেপ্টেম্বর) নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাৎ করেন তারা।

পরিবারের পক্ষ থেকে প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি ও মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি প্রধানমন্ত্রীর সঙ্গে কিছু সময় কাটান।

প্রধানমন্ত্রীর সফরে থাকা কর্মকর্তা জানান, শেখ হাসিনার সঙ্গে পারিবারিক বন্ধনে আবদ্ধ প্রণব মুখার্জির পরিবার। সেই ধারাবাহিকতায় ভারত সফরে থাকা শেখ হাসিনার সঙ্গে দেখা করে গেলেন তারা।

সাক্ষাতের শেষে শর্মিষ্ঠা মুখার্জী এক টুইটে বলেন, আমাদের দুই পরিবারের বন্ধন দীর্ঘদিনের। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে এলাম। শেখ হাসিনা বলতেন আমার বাবা তার পরিবারের অভিভাবক ছিলেন। এখন বাবার অনুপস্থিতিতে তিনি আমাদের কাছে সেই অভিভাবক। এসময় শর্মিষ্ঠা প্রধানমন্ত্রীর দীর্ঘ সুস্থ জীবন কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD