September 16, 2024, 11:40 pm
যমুনা নিউজ বিডিঃ উয়েফা চ্যাম্পিয়নস লিগে দারুণ শুরু করেছে মেসি-এমবাপ্পের পিএসজি। নিজেদের মাঠে ২-১ গোলে জিতেছে তারা। ‘এইচ’ গ্রুপের এই ম্যাচে পিএসজি জয়ে এমবাপ্পে জোড়া গোল করেন। জুভেন্টাসের পক্ষে একমাত্র গোলটি করেন ওয়েস্টন ম্যাককেনি।
ম্যাচে গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি পিএসজিকে। ৫ মিনিটে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। নেইমারের পাসে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন এই ফরাসি স্ট্রাইকার। ২২ মিনিটে পিএসজি ব্যবধান দ্বিগুণ করে। এবারও গোলদাতা এমবাপ্পে। আশরাফ হাকিমির বাড়িয়ে দেওয়া বল জালে পাঠান তিনি। চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে ৩৫ গোল করলেন এমবাপ্পে। দ্বিতীয়ার্ধের শুরুতে একটি গোল করে ব্যবধান কিছুটা কমায় জুভেন্টাস। ৫৩ মিনিটে মিডফিল্ডার কসতিচের ক্রসে চমৎকার হেডে গোল করেন মিডফিল্ডার ম্যাককেনি। এর পর দুই দলই বেশ কয়েকটি সুযোগ পেয়েছে, কিন্তু কাজে লাগাতে পারেনি কোনো দলই। এদিকে এইচ গ্রুপের অন্য ম্যাচে পর্তুগালের ক্লাব বেনফিকা ঘরের মাঠে ২-০ গোলে হারিয়েছে ম্যাকাবি খাইফাকে।