September 8, 2024, 7:11 am
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলী মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের স্বঘোষিত অধ্যক্ষ রোজিনা আকতার নাইছ কর্তৃক অত্র স্কুলের এসএসসি ও ভোকেশনাল ৮০ জন পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকিয়ে মোটা অংকের টাকা দাবীর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। আজ মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে ওই মানববন্ধনের আয়োজন করেন স্কুলের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও কমিটির নেতৃবৃন্দ।
এ সময় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মাহফুজ জামান, সহকারী শিক্ষক হাবিব হাসান বিবেক, ফাতেমা তুজ জোহরা, মুকুল মিয়া, গোলাম আজিজ, রুহুল আমীন, অফিজ উদ্দিন, নাজমুন নাহার, সুমন চন্দ্র সরকার, এমদাদুল হক, আ: হালিম, আরফিনা আকতার, নুসরাত নাজনীন, কর্মচারীদের মধ্যে ফরহাদ হোসেন, স্বপন, শিখা বেগম, নুরুল ইসলাম, আবু সাঈদ, এসএসসি পরীক্ষার্থী সুজন, মোহন, হৃদয়, শাহাদত, হাবিবা, সুমী, আদরী, সুমাইয়া, চম্পা, সীমা, জান্নাতি প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, গাবতলী মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের স্বঘোষিত অধ্যক্ষ রোজিনা আকতার নাইছ এসএসসি ও ভোকেশনাল ৮০জন পরীক্ষার্থীদের প্রবেশপত্র জিম্মি করে জনপ্রতি ৩হাজার টাকা দাবী করছেন। এর নেপথ্যে রয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বশীল গুটি কয়েক কর্মকর্তা। এতে ফুঁসে উঠেছেন শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবকগণ, কমিটির নেতৃবৃন্দ ও শিক্ষানুরাগীরা।