April 19, 2024, 3:14 pm

দেশে বজ্রপাতে ৭ জনের মৃত্যু

যমুনা নিউজ বিডিঃ দেশে পৃথক বজ্রপাতে তিন জেলায় অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন নারীসহ আরও ছয়জন। আহতরা সবাই নারী বলে জানা গেছে। এরমধ্যে নাটোর জেলার বড়াইগ্রামে ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে বেলাল মিয়াজি (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় সেলিম হোসেন (২৮) নামের আরও একজন কৃষক গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জোয়াড়ি ইউনিয়নের ভবানীপুর আটঘরিয়া বিলে এই ঘটনা ঘটে। নিহত বেলাল মিয়াজি উপজেলার জোয়াড়ি ইউনিয়নের ভবানীপুর আটঘরিয়া এলাকার হাজী আবুল হোসেনের ছেলে।

এদিকে শেরপুরের নকলায় পৃথক স্থা‌নে বজ্রপা‌তে হাসনখিলা এ‌লাকার মন্নেস আলীর ছে‌লে রফিকুল ইসলাম অপি (৩০) ও রেহারচর এলাকার মৃত. সিদ্দিক সরকারের ছে‌লে নাজমুল হক (৪৫) নামের দুইজন নিহত হ‌য়ে‌ছেন। আজ মঙ্গলবার সকা‌লে উপ‌জেলার উরফা ইউনিয়নের হাসনখিলা এলাকা ও উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রেহারচর এলাকায় এসব ঘটনা ঘ‌টে।

অন্যদিকে কুষ্টিয়ায় বজ্রপাতে মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রাম এলাকার জাবেদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৪৫) ও ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর গ্রামের ফজলু মাতবরের ছেলে আশরাফুল (৪০) নামের দুই জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারা উপজেলায় বজ্রপাতে দুজন নিহত এ ঘটনা ঘটে। এ সময় আরও পাঁচ নারী আহত হয়ে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে নেত্রকোণার পূর্বধলায় বিদ্যালয়ে যাওয়ার পথে বজ্রপাতে আরমান আলী আবু বকর নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে পূর্বধলা উপজেলার স্থানীয় কংস নদীর তীরে এ ঘটনা ঘটে। মৃত আবু বকর পূর্বধলা উপজেলার পাটরা দামপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। সে পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার টাংগাটি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।

এদিকে ফরিদপুরের মধুখালী উপজেলার মথুরাপুর এলাকায় বজ্রপাতে শফিকুল ইসলাম মোল্যা (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার খোদা বাসপুর গ্রামের তোরাব মোল্যার ছেলে। গতকাল সোমবার দুপুর ২টার দিকে মাঠে কৃষি কাজ শেষে বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD