April 1, 2023, 5:30 am

বগুড়া জেলা ও দায়রা জজ মি. নরেশ চন্দ্র সরকারকে বদলি

কোর্ট রিপোর্টার : বগুড়া জেলা ও দায়রা জজ মি. নরেশ চন্দ্র সরকারকে বদলি করে প্রজ্ঞাপন জারী করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়। আজ সোমবার আইন ও বিচার শাখা বিচার বিভাগ-৩ এর উপ-সচিব প্রশাসন-০১ শেখ গোলাম মাহবুব সাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মি. নরেশ চন্দ্র সরকার এর বর্তমান কর্মস্থল চাপাইনবয়াবগঞ্জের বিচারক (জেলা ও দায়রা জজ), নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল।

২৫ এপ্রিল ২০১৮ তারিখে তিনি জেলা ও দায়রা জজ হিসেবে বগুড়া জেলায় যোগদান করেন। ২০ জানুয়ারী ২০২১ তারিখে জেলা ও দায়রা জজ হিসেবে ৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে মর্যাদা লাভ করেন। বগুড়া জেলা ও দায়রা জজ হিসেবে কে আসছেন তা এখনও আইন ও বিচার শাখা তাদের নোটিশ বোর্ডে জানায়নি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD