September 20, 2024, 6:03 am

বগুড়ার উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ন অবদান রয়েছে- ম. রাজ্জাক

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়া প্রেসক্লাবের ভবন নির্মাণ কাজে ৫ লাখ টাকার অনুদানের চেক দিয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রিয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও ডাকসুর সাবেক সদস্য ম. আব্দুর রাজ্জাক। রোববার বেলা সাড়ে ১১ টার  দিকে বগুড়া প্রেসক্লাবে এক মতবিনিময় কালে এই অনুদান দেন তিনি।

এ সময় ম. আব্দুর রাজ্জাক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু ক্ষুধা দারিদ্রমুক্ত সুখি সমৃদ্ধ দেশ গঠনের স্বপ্ন দেখেছিলেন। তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনের কাজ করে যাচ্ছেন। আওয়ামীলীগ সরকার আমলে সর্বক্ষেত্রে এগিয়েছে দেশ। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। সারাদেশের ন্যায় বগুড়াতেও উন্নয়ন কাজ চলমান রয়েছে। প্রয়াত জননেতা আব্দুল মান্নান বগুড়ার উন্নয়নের আমৃত্যু কাজ করেছেন। বগুড়াকে আরো এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বগুড়ার উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ন অবদান রয়েছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাংবাদিকদের কল্যানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী বগুড়া প্রেসক্লাবের জন্য জায়গা প্রদান করেছেন। সকলের প্রচেস্টায় বগুড়ার সাংবাদিকদের স্বপ্নের প্রেসক্লাব ভবন নির্মান কাজ এগিয়ে যাচ্ছে। এই ভবন নির্মান সম্পন্ন করতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। বগুড়ার সাংবাদিকরা সর্বদা ঐক্যবদ্ধ থেকে এ অঞ্চলের উন্নয়ন এগিয়ে নিচ্ছেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সহ উন্নয়ন কাজে অংশগ্রহন করছে তারা। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালনের আহবান জানান।

এ মতবিনিময়ে সভাপতিত্ব করেন বগুড়া প্রেসক্লাবের ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু।

এ সময় আরও বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীন, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জেএম রউফ, প্রেসক্লাবেরসহ-সভাপতি আব্দুস সালাম বাবু, এসএম কাওছার, মাসুদুর রহমান রানা। এসময় ক্লাবের যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক শফিউল আযম কমল, কোষাধ্যক্ষ কমলেশ মোহন্ত সানু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আবুল কালাম আজাদ ঠান্ডা, ফরহাদুজ্জামান শাহী, নাজমুল হুদা নাসিম, সিনিয়র সাংবাদিক সমুদ্র হক, আব্দুর রহিম বগরা, রেজাউল হক বাবু, আব্দুর রহমান টুলু, আবুল কালাম আজাদ, আসাফ উদ দৌলা ডিউক, শফিকুল ইসলাম শফিক, ইলিয়াস হোসেন, সাজ্জাদ হোসেন পল্লব, রাজু আহম্মেদ, আলমগীর হোসেন, মির্জা দুলাল, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রিয় সদস্য মেহেদী হাসান রবিন, ছাত্রলীগের কেন্দ্রিয় সহ-সভাপতি রাকিবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক নাইমুর রাজ্জাক তিতাস, ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা আহসান হাবীব বাধন, স্বেচ্ছাসেবকলীগ নেতা গোলাম মুক্তাদির লিমন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD