April 18, 2024, 11:59 am

ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে প্রদর্শন করতে হবে নিবন্ধনের সাইনবোর্ড

এখন থেকে দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকে লাইসেন্স নম্বর, লাইসেন্স মেয়াদোত্তীর্ণের তারিখসহ সাইনবোর্ডে ঝুলিয়ে দিতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. মো. বেলাল হোসেন সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। অবৈধ ও অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারবিরোধী অভিযান পরিচালনা করছে স্বাস্থ্য অধিদপ্তর। এর ধারাবাহিকতায় স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা এই উদ্যোগ গ্রহণ করেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এটি প্রয়োজনে কিউআর কোডসহ ডিসপ্লে করতে হবে। না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি নিয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের সব বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং জেনারেল সেক্রেটারি বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেনারেল সেক্রেটারিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD