admin
- Wednesday, August 31, 2022 / 71 বার পঠিত
তারিকুল আলম,সিরাজগঞ্জঃমাননীয় পুলিশ সুপার, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশক্রমে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা সিরাজগঞ্জ, সার্বিক তত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ পুলিশের এসআই মোঃ ফজলে মাসুদ এর নেতৃত্তের একটি আভিযানিক দল গত (৩০ আগস্ট) ৬.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর থানাধীন কালিয়া হরিপুর ইউনিয়নের চর কল্যানী গ্রামের জেছে তালুকদারের ছেলে মোঃ আলী হোসেন (৭০), এর বাড়ির পিছনে কাচা রাস্তার উপর মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করিয়া আব্দুর রহিম শেখের ছেলে মোঃ উজ্জল শেখ (৩৫), মাতা-মোছাঃ মিনি বেগম, সাং-ক্ষুদ্র শিয়ালকোল কলিরমোড়, থানা ও জেলা-সিরাজগঞ্জ এর হেফাজত হইতে জব্দকৃত ৮০ (আশি) পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।