April 26, 2024, 2:31 pm

গর্বাচেভ ছিলেন দূরদর্শী মানুষ : বাইডেন

যমুনা নিউজ বিডিঃ নিরাপদ বিশ্বের জন্য প্রয়াত সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভকে ‘বিরল নেতা’ হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোভিয়েতের শেষ প্রেসিডেন্ট মিখাইলের মৃত্যুতে দেওয়া এক বিবৃতে একথা বলেন জো বাইডেন।  মঙ্গলবার দেওয়া এই বিবৃতিতে গর্বাচেভের গণতান্ত্রিক সংস্কারের কথা উল্লেখ করে জো বাইডেন বলেন, বিশ্বকে নিরাপদ করতে মিখাইল গর্বাচেভ যা করেছেন তা ছিল এক বিরল নেতার কাজ। একটি ভিন্ন ভবিষ্যৎ এবং তা অর্জনের জন্য নিজের পুরো ক্যারিয়ারকে ঝুঁকিতে ফেলার সাহস ছিল মিখাইলের।

বিবৃতিতে বাইডেন বলেন, ‘মিখাইল গর্বাচেভ অসাধারণ দূরদর্শী একজন মানুষ ছিলেন।’  মস্কোর স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাতে ৯১ বছর বয়সী মিখাইল গর্বাচেভ মারা যান। রাশিয়ার বার্তা সংস্থাগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।  এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মিখাইল গর্বাচেভ মস্কোর কেন্দ্রীয় হাসপাতালে মারা যান। তিনি অনেক দিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন। দীর্ঘ অসুস্থতার কারণেই তিনি মারা গেছেন।  মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট ছিলেন। রাশিয়ায় দীর্ঘসময় ধরে চলা সমাজতন্ত্রের পতন হয়েছিল তার নেতৃত্বেই। ওই পতনের মধ্য দিয়ে বিশ্বে স্নায়ুযুদ্ধের অবসান ঘটেছিল। সোভিয়েত পতনের পর নিজেও ক্ষমতা হারান গর্বাচেভ।  ১৯৯৯ সালে স্ত্রী রাইসা গর্বাচেভের মৃত্যুতে অনেকটাই ভেঙে পড়েন মিখাইল। জানা গেছে, মস্কোর নোভোডেভিচি কবরস্থানে স্ত্রী রাইসার পাশে সমাহিত করা হবে তাঁকে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD