May 8, 2024, 5:08 am

News Headline :
রবীন্দ্র দর্শনের প্রধান বিষয় বিশ্বমানবতাবোধ ও মানুষে মানুষে মিলন: প্রধানমন্ত্রী রাত পোহালেই বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ জাতীয় নির্বাচন থেকে স্থানীয় নির্বাচন বেশি জমজমাট হবে : সিইসি গাবতলীতে উপজেলা পরিষদ নির্বাচন ব্রিফিং অনুষ্ঠিত সৈয়দপুরে নকল জুস ও কোমল পানীয় তৈরির কারখানার সন্ধান বগুড়ায় ৩২ টাকা কেজি ধান ও ৪৫ কেজি দরে চাল কিনবে খাদ্য বিভাগ ভোটের একদিন আগে সরিষাবাড়ী উপজেলা নির্বাচন স্থগিত বগুড়া-নাটোর মহাসড়কে যেখানেই ট্রাক পার্কিং সেখানেই দেওয়া হচ্ছে মামলা ৭০০ বছরের পুরোনো গির্জাকে মসজিদ বানালেন এরদোয়ান টস হেরে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

বগুড়ায় ট্রাকচাপায় পুলিশের এএসআই নিহত

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় ট্রাকচাপায় পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। নিহত এএআইয়ের নাম বিকাশ চন্দ্র সরকার (৩৮)। তিনি কক্সবাজারে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপবিএন) কর্মরত ছিলেন।

রোববার রাত সাড়ে ৮টার দিকে সদরের বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া এলাকায় একটি দ্রুতগতির ট্রাক সিএনজি চালিত অটোরিকশাকে ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত বিকাশ চন্দ্র সরকার পরিবার নিয়ে বগুড়া শহরে ভাড়া বাসায় থাকতেন। তিনি নওগাঁর বদলগাছি উপজেলার আধাইপুর গ্রামের নিমাই চন্দ্রের ছেলে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, এএসআই বিকাশ রোববার চাঁপাইনবাবগঞ্জের আদালতে এক মামলার সাক্ষ্য দিতে যান। পরে সেখান থেকে তিনি নওগাঁয় নিজ বাড়িতে যান। নওগাঁ থেকে সিএনজি অটোরিকশায় ফেরার পথে এরুলিয়া এলাকায় দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে সিএনজি অটোরিকশায় ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাতে ওসি সেলিম রেজা জানান, ময়নাতদন্ত শেষে আজ সোমবার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD