May 8, 2024, 4:18 pm

বগুড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের সনদপত্র বিতরণ

ষ্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ বিমান বাহিনীর ৬১তম ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্স এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান রবিবার বাংলাদেশ বিমান বাহিনী ফ্লাইং ইন্সট্রাক্টরস্ স্কুল, এরুলিয়া এয়ারফিল্ড, বগুড়াতে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কোর্স সম্পন্নকারী প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

প্রধান অতিথি বলেন, আজ থেকে প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ প্রশিক্ষক বৈমানিকের মত একটি সম্মানিত দলের অন্তর্ভুক্ত হল যা মাতৃভূমির আকাশ প্রতিরক্ষায় ভবিষ্যত বৈমানিকদেরকে দক্ষতার সাথে গড়ে তুলতে সহায়তা করবে। এ কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ১৪ জন এবং শ্রীলংকা বিমান বাহিনীর ১ জন কর্মকর্তাসহ মোট ১৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন এবং সফলভাবে কোর্সটি সম্পন্ন করেন।

৬১তম ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্সের স্কোয়াড্রন লীডার নেওয়াজ মোহাম্মদ শরীফ সার্বিকভাবে চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়ে ‘মফিজ ট্রফি’ অর্জন করেন। ফ্লাইং ইন্সট্রাক্টরস্ স্কুলের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মেহেদী হাসান এ প্রতিষ্ঠানে পরিচালিত কোর্স সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD