March 23, 2023, 10:32 am
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় ২০০ পিস ইয়াবাসহ মিনহাজ ইসলাম(৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা(ডিবি)। শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিনহাজ শাজাহানপুর উপজেলার রানীরহাট বয়রাদিঘী এলাকার নজরুল ইসলামের ছেলে।
বগুড়া ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ মিনহাজকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।