May 8, 2024, 8:57 pm

সরকার পতনই বিএনপির একমাত্র লক্ষ্য: মির্জা ফখরুল

যমুনা নিউজ বিডিঃ সরকার পতনই বিএনপির একমাত্র লক্ষ্য বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এখন বাস্তবতা হচ্ছে- বর্তমান ভয়াবহ ফ্যাসিবাদী সরকার সব কিছুকে দুমড়ে-মুচড়ে ধ্বংস করে দিচ্ছে। তাদের প্রতিহত, পরাজিত করাই আমাদের একমাত্র লক্ষ্য।’

আজ শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘নজরুলের রাজনীতি-বাংলাদেশের রাজনীতি’ শীর্ষক এই সভা হয়।

কাজী নজরুল ইসলামকে উপেক্ষা করা হচ্ছে অভিযোগ করে ফখরুল বলেন, বইয়ে তার কবিতা থাকে না। চ্যানেলে নজরুলের গান খুবই কম। পত্রপত্রিকায় নজরুলের জন্মদিন ও মৃত্যুবার্ষিকীতে যে ক্রোড়পত্র বের করে সেটাও আজকাল খুব কম হয় বলে দেখি না। এটা চরম সংকীর্ণতা।’

তিনি আরও বলেন, ‘যখন ভোলাতে নূরে আলমকে গুলি করে হত্যা করা হয়, যখন ইলিয়াস আলীকে গুম করা হয়, অথবা সব নেতাকর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন করা হয়, যখন খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়, তারেক রহমানকে বিদেশে নির্বাসিত করে রাখা হয়, তখন কাজী নজরুলকে অনেক বেশি প্রাসঙ্গিক মনে হয়। তাকে অনুসরণ করতে ইচ্ছা হয়।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘শেখ মুজিবুর রহমান কাজী নজরুলকে বাংলাদেশে নিয়ে এসেছিলেন, কিন্তু তাকে নাগরিকত্ব দিয়েছিলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান বুঝেছিলেন তার গান, চিন্তা, দর্শন ও সুর দেশের মাটি থেকে উৎসারিত হয়।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কবি আবদুল হাই শিকদার। তিনি বলেন, ‘এই সরকার সম্পূর্ণরূপে গণবিরোধী। এই সরকারের আমলে আমাদের নজরুল চর্চার সব দরজা বন্ধ হয়ে গেছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে নজরুল নাই। এমনভাবে সিলেবাস করা যে কেউ নজরুলকে টাচ না করেও প্রথম হতে পারে।’

এতে মূল প্রবন্ধ পাঠ করেন মাহবুব হাসান। কবিতা আবৃত্তি করেন কামাল বিনা ও শাহনাজ পারভীন। ফাউন্ডেশনের মহাসচিব হুমায়ুন কবির ব্যাপারীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন- নাট্যকার বাবুল আহমেদ, জসিম উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইফতেখার আলম মাসুদ, ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি মজিবর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD