March 23, 2023, 11:36 am
চিরিরবন্দর প্রতিনিধিঃ চিরিরবন্দরে থানা পুলিশের অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল ২৪ আগস্ট বুধবার এসআই ইমদাদুর রহমান নেতৃত্বে সঙ্গীয় পুলিশ উপজেলার উচিৎপুর গ্রামের ভারতীয় সীমান্তে মোটরসাইকেল ও ৩৫ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হল পার্বতীপুর উপজেলার উত্তর সালন্দার বড় হরিপুর এলাকার হারেজ উদ্দিনের ছেলে আরমান আলী (৩২) ও একই এলাকার কামির উদ্দিনের ছেলে রেজাউল করিম (৩৫)।
থানা সুত্রে জানা গেছে, ওই মাদক ব্যবসায়ীদ্বয় ভারতীয় তৈরি ফেনসিডিল চোরাইপথে আমদানি করে মোটরসাইকেল যোগে পার্বতীপুর এলাকায় যাওয়ার সময় পুলিশ তাদের হাতেনাতে একটি পালসার মোটরসাইকেল ও ৩৫ ফেনসিডিলসহ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে বুধবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার রুজু করা হয়েছে।