March 31, 2023, 6:35 pm
কক্সবাজার প্রতিনিধি :কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান হিসেবে ৩ বছরের জন্য নিয়োগ পেয়েছেন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কমোডর মো. নুরুল আবছার।
মঙ্গলবার (২৩ আগস্ট) জনপ্রাশসন মন্ত্রণালয় থেকে তাকে চেয়ারম্যান করে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, নৌবাহিনীর নীতি প্রণয়ন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নুরুল আবছার। দীর্ঘ ৩৮ বছর তিনি নিষ্ঠার সঙ্গে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত নৌ সচিবের দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সালে ২৯ ডিসেম্বর নৌবাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ১৯৯৯ থেকে ২০০৫ সাল পর্যন্ত ঢাকার মিরপুরে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের একজন ফ্যাকাল্টি সদস্য ছিলেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ২০১৬ সাল থেকে তিনি ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজের সাথে যুক্ত ছিলেন। এসময় তিনি ব্রিগেডিয়ার জেনারেল/মেজর জেনারেল, কমোডোর, যুগ্ম সচিব এবং অন্যান্যদের এমফিল থিসিস প্রকল্পের একজন অনুষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। কমোডর আবছার একজন অভিজ্ঞ শান্তিরক্ষক যিনি লাইবেরিয়া এবং রুয়ান্ডায় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া তিনি সাইবার ও পারমাণবিক নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
নুরুল আবছার কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা এলাকার নুরুল ইসলামের ছেলে।