March 28, 2023, 3:23 pm
শাজাহানপুর প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে মাদক বিরোধী অভিযানে ৫ গ্রাম হোরোইনসহ আরিফ খান (৩৩) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে উপজেলার বি-ব্লক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া আরিফ উপজেলার আড়িয়া ইউনিয়নে রহিমাবাদ উত্তরপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তার বিরুদ্ধে গণধর্ষণ ও মাদক মামলাসহ বেশ কয়েকটি মামলা আছে বলে জানান শাজাহানপুর থানার এসআই শামীম হোসেন।
থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইনসহ আরিফকে গ্রেফতার করা হয়। সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শাজাহানপুর থানার এসআই আরিফুল ইসলাম তাকে গ্রেফতার করেন।
এসআই আরিফুল ইসলাম জানান, আরিফরে বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত। ৫ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়। বুধবার মাদক মামলায় তাকে আদালতে পাঠানো হবে।